আড়াই লাখ টাকায় রাবি’তে ভর্তি, ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস

 

রা.বি. প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময়ে ভর্তি পরীক্ষায় সহায়তার প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তার সঙ্গে এক ভর্তিচ্ছুর পরীক্ষায় প্রক্সি দেয়ার ফোনালাপ ফাঁস হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ অক্টোবর। এরইমধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার সঙ্গে ঢাকার এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে সরগরম ক্যাম্পাস।

ফোনালাপের অডিওতে পাওয়া গেছে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য দর-কষাকষির কথা। অভিযোগ উঠেছে, দর-কষাকষিকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্ত।

এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে।

অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাস ছেড়েছেন ছাত্রলীগ নেতা শান্ত। বিব্রত ছাত্রলীগ নেতাকর্মীরাও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভর্তি পরীক্ষায় জালিয়াতির কোনো সুযোগ নেই। এ ধরনের মিথ্যা প্রলোভনে ভর্তিচ্ছুদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

তবে, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.