আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার রফিক, ,মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি),রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ,ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভিন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ প্রমুখ।
সভায় মাদক,জুয়া, নারী নির্যাতন, সামাজিক অবক্ষয়,শিক্ষকদের নিয়ম-নীতি উপেক্ষা করে প্রাইভেট পড়া, ইভটিজিং, শিক্ষার্থীদের বিদ্যালয়ে স্মার্ট ফোন ব্যাবহার করা, ফকিরগঞ্জ বাজারে ড্রেনের স্লাবের উপর দোকান বসিয়ে জায়গা দখল, অটো-সিএনজি ও মিনিবাস বাজারের ভিতর থেকে সরানো বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, সভায় বিভিন্ন বিষয়ে অনেক ফলপ্রসু আলোচনা হয়েছে।
তিনি বলেন, সকল সমস্যা সমাধানে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে এক সপ্তাহের মধ্যে তিনি সমস্যা কিছুটা হলেও সমাধানের দৃষ্টান্ত স্থাপন করার দৃঢ়ভাবে আশ্বাস দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.