আটোয়ারীতে সবুজ আন্দোলনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “বাঁচলে পরিবেশ- বাঁচবে দেশ, দূর্যোগ হবে নিরুদ্দেশ” শ্লোগান নিয়ে  পঞ্চগড়ের আটোয়ারীতে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।
সবুজ আন্দোলন আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আলোচনা সভা শেষে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসুচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সবুজ আন্দেলনের উপজেলা সভাপতি মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় “পরিবেশ বিপর্যয় রোধে করনীয়” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। প্রধান আলোচক হিসেবে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন সবুজ আন্দোলনের পঞ্চগড় জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) রসুল বক্স (মানিক)।
এসময় আরো উপস্থিত ছিলেন ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সবুজ আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম(বাবু), সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান।
উপজেলা ক্যাম্পাস, থানা ক্যাম্পাস বৃক্ষের চারা রোপনের পর রাস্তায় দাড়িয়ে পথচারীদের মাঝে প্রায় একশত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেন, পরবর্তীতে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.