আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ -১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসুচি শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে, আটোয়ারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এসময় ডা. হুমায়ুন কবীর বলেন, উপজেলায় ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের (১২- ১৮বছর বয়সী) ১৪ হাজার ১৪৪ জন শিক্ষার্থীকে কোভিড-১৯’র ফাইজার ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.