আটোয়ারীতে ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “আনসার ভিডিপি’র জাগরণ, সরকারের উন্নয়ন” স্নোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ১০দিন মেয়াদী গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)-২০২১ সম্পন্ন হয়েছে।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১০ দিন মেয়াদী প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া।
উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।
সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে দুইজন দলনেতা ও দলনেত্রীসহ মোট ৬৬ জন (পুরুষ-মহিলা) মৌলিক প্রশিক্ষনে অংশ নেয়। সমাপনি দিনে প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে প্রশিক্ষণের সনদপত্র সহ প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষানার্থীদের মধ্যে চারজন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীকে আনসার ভিডিপি’র পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.