আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস দিবসের গুরুত্ব ও বাংলাদেশের উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় স্কাউটসের ভুমিকা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
আরো বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক ও দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা কাব লিডার মোঃ রফিকুল ইসলাম হেলাল, উপজেলা স্কাউটস লিডার মোঃ জরিফ হোসেন চৌধুরী (মনি) প্রমুখ। বক্তাগণ বলেন, ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়।
১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়।
মেয়েদের সুযোগ দেওয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য ২২ লাখ ১০ হাজার। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ।
র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, উপজেলা স্কাউটস কমিটি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.