আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচি উদ্বোধন


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “বেশী বেশী মাছ চাষ করি- বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১ -২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচি উদ্বোধন করা হলো, পরবর্তীতে উপজেলার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.