আটোয়ারীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এবং দিবসটির উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আরো বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম. এ মান্নান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাঃ সম্পাদক সাজ্জাদ সেলিম, বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক,আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী ,আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতি বছর ২ অক্টোবর এ দিবসটি পালিত হয়। এবারে দিবসের প্রতিপাদ্য “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” বাংলাদেশে ২০১২ সাল থেকে দিবসটি পালন হচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবর উৎপাদনশীল দিবস ঘোষনা করেন। এজন্য উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে প্রতিবছর ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হচ্ছে এবং শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এছাড়া এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এপিও) সহযোগিতায় বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান ২০২১ – ২০৩০ প্রনয়ন করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উৎপাদনশীলতার প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ থেকে ৫.৬ শতাংশে উন্নীত হবে, যা অর্থনৈতিক উন্নয়নে অত্যান্ত গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।
সরকার ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরণ করতে বদ্ধপরিকর। প্রধান অতিথি বলেন,সরকার ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা- দারিদ্রমুক্ত, উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এসব লক্ষ্যমাত্রা অর্জন করতে সব সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য।আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.