আটোয়ারীতে কোভিড-১৯ প্রতিরোধে আনসার ও ভিডিপি’র লিফলেট বিতরণ


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে। আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট-এর নির্দেশনা মোতাবেক আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের বাস্তবায়নে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ ইউনিয়নের আনসার সহ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট সহ মাস্ক বিতরণ করা হয়। বিতরণের সময় করোনা ভাইরাস কিভাবে ছড়ায় ? করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন এবং করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার বার্তা গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়ার আহবান জানান উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি’র কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেন সহ ৬ ইউনিয়নের আনসার ও ভিডিপি’র দলনেতা সহ আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.