আটোয়ারীতে এমকেপি’র উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশীপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে ৬টি ইউনিয়নের নাগরিক সমাজ সংগঠন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) আটোয়ারী প্রকল্প কার্যালয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মো: নাজিম কিবরিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপ সভায় গুরুত্বপুর্ণ আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান।
মানব কল্যাণ পরিষদ-প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রতিমা রানী বর্মনের সঞ্চালনায় সংলাপ সভার উদ্দেশ্য এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ -প্রসপেক্ট প্রকল্পের এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য ডিজেন্দ্র দাস। সংলাপ সভায় মৎস্য বিভাগের সেবা সম্পর্কে এনএসএস সদস্যগণের নিকট আপডেট তথ্য তুলে ধরেন।
এরমধ্যে মাছ চাষের সঠিক পদ্ধতি ও পুকুর নির্বাচন সম্পর্কে প্রশিক্ষণ উল্লেখযোগ্য। সংলাপ সভায় উপস্থিত থাকার স্বার্থকতার অনুভুতি ব্যক্ত করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসএস সদস্য বর্ষা রাণী মোদক, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.