আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করে আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে  আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পাকা রাস্তা সংলগ্ন মনোরম পরিবেশে জাঁকজমকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে  আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বাধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি  এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, বারডেম হাসপাতাল, ঢাকা’র এম.ডি গ্যাস্ট্রোলজী চিকিৎসক ডা. মোঃ সাইফুজ্জামন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল মান্নান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, হাসপাতাল মসজিদের খতিব মাওঃ মজিবর রহমান, আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ খাদেমুল ইসলাম, উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ, ঔষধ ব্যবসায়ীগণসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হবে। এই ডায়াগনস্টিক সেন্টারে মানুষজন যেন খুব সহজেই রোগ নির্ণয়সহ চিকিৎসা সেবা নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধীকারী বলেন, আমরা নির্ভুল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ করেছি। আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তির সঙ্গে অভিজ্ঞ মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এবং রোগী কেন্দ্রিক পরিষেবার মাধ্যমে আমরা এই সততা, নৈতিকতা এবং নির্ভুলতাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের লক্ষ্য মানুষের বিশ্বাস অর্জন করা এবং আটোয়ারীতে স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.