আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও জনবল সংকট নিরসনের দাবীতে ইউএনও বরাবর উসাপ এর স্মারকলিপি প্রদান


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও জনবল সংকট নিরসনের দাবীতে ইউনিভার্সিটি স্টুডেন্ট এলাইয়েন্স অফ আটোয়ারী,পঞ্চগড় কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি আরিফুজ্জামান বাবু(ঢাবি) ও সাধারণ সম্পাদক রুমানা ইসলাম (রাবি) স্বাক্ষরিত স্মারকলিপি বুধবার (০৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপির সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, স্মারকলিপি প্রদানকারীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সব ধরনের সরঞ্জাম সহ অস্ত্রপাচার কক্ষ (অপারেশন থিয়েটার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরদিনই অবেদনবিদ বদলী হয়ে যায়। ফলে অপারেশন থিয়েটার আর চালু করা সম্ভব হয়নি। এক্স-রে মেশিন যুগ যুগ ধরে অকেজো। ১৬জন চিকিৎসকের পদ শুন্য রয়েছে। বিভিন্ন পরীক্ষার জন্য টেকনেশিয়ান না থাকায় অতিরিক্ত টাকা খরচ করে সাধারণ অসহায় রোগীদের বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাসমুহ করতে হয়।
এলাকার মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসলে অধিকাংশ রোগীকে হাসপাতালের বিভিন্ন সংকটের কারণে দুরবর্তী কোন হাসপাতালে চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়। এতে গরীব ও অসহায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন দুর্ভোগ হতে রোগীদের মুক্তির জন্য এই স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম স্মরকলিপি গ্রহণ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিটি পৌছানোর আশ্বাস দেন। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপির অনুলিপি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবিরকে দেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.