BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের আয়োজনে শুক্রবার (২১ নভেম্বর) সকালে কর্মসূচির শুরুতে কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনী পতাকা উত্তোলন করা হয়।

পরে সশস্ত্র বাহিনী দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দীন।

সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোস্তফা কামাল সরকার (ফারুক) এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ল্যা: কর্পোরাল মোঃ আব্দুল আলী(সাকি), হিসাব রক্ষক অবসরপ্রাপ্ত ল্যা: কর্পোরাল নিত্যানন্দ বর্মন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রেজাউল করিম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ তাহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ একরামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর এই দিনে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমনের সূচনা করে। যার ফলশ্রæতিতে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালীর বিজয় অর্জন হয়। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

বক্তারা বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয়। দিনটি শুধু একটি আনুষ্ঠানিক স্মরণ নয়- এটি বীরত্ব, আত্মত্যাগ, সম্মান ও স্বাধীনতার গল্প। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দিনটি বাঙ্গালী জাতির হৃদয়ে গর্বের অন্যতম প্রতীক হয়ে আছে। কারণ এটি সেই দিন- যেদিন প্রথমবারের মতো বাংলাদেশের স্থল, নৌ ও বিমান বাহিনী একত্রে মুক্তিযুদ্ধে সংগঠিত আক্রমণ পরিচালনা করেছিল। এই সমন্বিত অভিযানের মধ্য দিয়েই গড়ে ওঠে একটি একতাবদ্ধ সামরিক কাঠামো যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?