আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পৃথক পৃথকভাবে চারটি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান ফলক উম্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
এলজিইডি সুত্রে প্রাপ্ত তথ্যমতে সড়ক গুলো হলো:- (১) বলরামপুর ইউনিয়ন পরিষদ হতে রাণীগঞ্জ হাট সড়ক উন্নয়ন ( চেইনেজ: ৭৮০০মি: – ৮৩০০ মি:)। চুক্তিমূল্য: ৫০,২৬,৯৮১/- ,
(২) তোড়িয়া ইউপি হতে উত্তর সুখ্যাতি (চেইনেজ: ১৪৯০ মি: – ১৯৯০ মি:)। চুক্তিমূল্য: ৬২,৬৯,৭৯০/-,
(৩) আলোয়াখেয়া ইউপি হতে বড় সিঙ্গিয়া মোড় ভায়া ডুংডুংগির হাট (চেইনেজ: ১৫০০মি: – ৩০০০মি:)। চুক্তিমূল্য: ৩৯,৬৪,৪৯৬/- +৮৯,০৭,৬৩৭/-= ১,২৮,৭২,১৩৩/- ও (৪) পঞ্চগড় – ঠাকুরগাঁও আর এন্ড এইচ হতে কালিতলা ইউজেডআর/ ২০০১ ভায়া কুরুলিয়া জিপিএস সড়ক উন্নয়ন ( ২০০মি:- ২৫০০ মি:)। চুক্তিমূল্য: ৪৪,২৪,৫২৬/-।
এছাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, এলাকার জন প্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.