আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে শনিবার (২২ নভেম্বর) সকালে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’ এর ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান।
আটোয়ারী আইডিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ শাহাজাহান, পঞ্চগড় জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিশেনের সভাপতি সোয়েব আলী সবুজ, সাধারণ সম্পাদক ইমরান আলী, সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়র রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মকসেদ আলী, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ আলী, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শাহা আজমগীর (ডানো), সমাজ সেবক মোঃ মনসুর আলী প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মানিকপীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, আপনাদের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তারা যদি এখন থেকেই সু-শিক্ষায় নিজেদের জীবন সঠিকভাবে গড়তে পারে তার জন্য আপনাদের (অভিভাবকদের) ভুমিকা সবচেয়ে বড়। তাই আমাদের সকলের উচিত শিশুদেরকে সঠিক শিক্ষাদানের মাধ্যমে আগামী দিনের যোগ্য কান্ডারী হিসেবে গড়ে তোলা। তা হলেই দেশ ও সমাজ উপকৃত হবে।
আলোচনা শেষে কিন্ডার গার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭১জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

















