BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও সোভা আদর্শ শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও সোভা আদর্শ শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন-এর আওতায় এবং আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৮টি কিন্ডার গার্টেন স্কুলের ২৫৬ জন (কেজি থেকে ৮ম শ্রেণি) এবং সোভা সংস্থা পরিচালিত ‘সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ এর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন (কেজি থেকে ৫ম শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত ৮টি কিন্ডার গার্টেন স্কুল ও সোভা সংস্থা পরিচালিত ৮টি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ইংরেজি ও বিকালে বাংলা এবং শনিবার (২৯ নভেম্বর) সকালে গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। সোভা আদর্শ শিক্ষা নিকেতনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, সোভা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ।

অপরদিকে কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন।

কেন্দ্র পরিদর্শক টিম হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মানিকপীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম।

কেন্দ্র সচিব নিতিশ চন্দ্র বর্মন জানান, কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা মূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন,আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে যেকোন পরিবেশে নিজেদের তৈরী করার উপযোগী করে গড়ে তুলতে।

তিনি আরো বলেন,প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ