আটোয়ারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের স্বপ্নেবঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” স্নোগান নিয়েপঞ্চগড়ের আটোয়ারীতে বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
কর্মসুচি অনুযায়ী শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়ার অনুষ্ঠান,চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরে উপজেলাপরিষদ অডিটোরিয়ামে কেক কেটে বঙ্গবন্ধু ও শিশু অধিকার বিষয়ক প্রমান্যচিত্র প্রদর্শন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ওঅন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়ল সাঈদ তন্বী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুর জাহান খাতুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম এবং শিশু বক্তা মুসফিকা রেজা ও নিশাদ তানজুম প্রমুখ বক্তব্য রাখেন। পরে রচনাও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করেন। এছাড়াও উপজেলা মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.