BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প”- এর আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ রবিউল ইসলাম।

উদ্বোধনকালে তিনি পলিথিনের ব্যবহার পরিহার করে পাটপণ্যের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। তিনি বলেন, পাটকে সোনালী আঁশ বলা হয়েছে। এইসব ফসলকে বাঁচিয়ে রাখতে সরকার প্রচুর ভর্তুকি দিয়ে থাকে।

তবে আমাদেরকে আরো সচেতন হতে হবে। সরকার পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক করেছে।

পাট অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার মালাকার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষনে স্থানীয় পাটচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা? চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আম হালিমের নেতৃত্বে ইসলামপুরে বিজয় মিছিল দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের দুইজন গ্রেপ্তার