আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী নিহত


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পরে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধীর মৃত্যূর খবর পাওয়া গেছে। নিহত পলাশ উপজেলার রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ী গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে।
পরিবার সূত্রে জানাগেছে পলাশ জন্মগত ভাবে মানসিক ভারসাম্যহীন বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
রোববার (১২ নভেম্বর) সকালে পলাশ (৩৫) বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের উপর দিয়ে কিসমত স্টেশন অভিমুখে পায়ে হেঁটে যেতে থাকে। পলাশ রেল লাইন ধরে শিমুল তলা নামক স্থানে পৌছলে এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে তার শরীর দুই অংশে বিভক্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়।
খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। ওই দিন বিকেলেই পলাশের লাশ পারিবারিকভাবে সৎকার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.