আটোয়ারীতে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যালায়েন্স এর কমিটি গঠন


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স এর কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আটোয়ারীর সন্তানেরা ঈদুল আযহা উদযাপন পরবর্তী পুণর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি গঠন করেন।
গত ০২ জুলাই ২০২৩ তারিখে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আটোয়ারীর সন্তানেরা একত্রিত হয়ে সবার মতামতের উপর ভিত্তি করে আরিফুজ্জামান বাবু (জাবি) কে সভাপতি ও রুমানা ইসলাম (ঢাবি) কে সাধারণ সম্পাদক করে ৫৫সদস্য বিশিষ্ট ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ অ্যালায়েন্স আটোয়ারী,পঞ্চগড় এর মুল কমিটি গঠন করা হয়।
এলাকার মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুবিধার্থে আবু আল নাইম জিম (নোবিপ্রবি)কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট ইউনিয়নভিত্তিক আহবায়ক কমিটি, সাব্বির কামাল হিমেল (ডিআইইউ) কে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, আবু জাফর সিদ্দিক সুয়েল (ঢাবি) কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট সাধারণ বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, বিক্রম বর্মন (ডুয়েট) কে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, সুদীপ্ত বর্মন (হাবিপ্রবি) কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ক কমিটি, পুষ্পিতা রাণী সুরভী (বাকৃবি) কে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কৃষি বিশ্বব্যিালয় বিষয়ক কমিটি ও পল্লব রায় (রামেক) কে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট মেডিকেল কলেজ বিষয়ক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও সেশন ভিত্তিক আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন ২০১৭ -১৮ ব্যাচ হাসনা হেনা (জাবি), ২০১৮ -১৯ ব্যাচ প্রদীপ বসাক (জাবি), ২০১৯ -২০ ব্যাচ বাধন রায় (ঢাবি), ২০২০ – ২১ ব্যাচ দুলাল চন্দ্র বর্মন (চবি) ও ২০২১ -২২ ব্যাচ সাদিয়া আক্তার সুখী (জাবি)।
সভাপতি আরিফুজ্জামান বাবু বলেন, আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী ভাল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের অভাবে ভর্তি হতে পারে না। তাই আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠন কাজ করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.