আটক প্রচুর বেআইনি বাজি

কলকাতা (ভারত) প্রতিনিধি: বিধাননগর কমিশনারেট এলাকায় পুলিশ হানা দিয়ে ১৮৫কেজিঃ নিষিদ্ধ বাজি আটক করল।ডেপুটি কমিশনার (সদর) শ্রী সুর্যপ্রতাপ যাদব জানিয়েছেন,আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল সল্টলেক সহ শহরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বাজি ঢুকে পড়েছে। তাই আমরা তল্লাশি চালাতে নেমেছি।
সোনাই পাণ্ডে নামে বছর ৩২ এর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে বাড়ির পেছনে ঝুপড়ি তৈরি করে বাজি মজুত ও বিক্রি করছিল বলে খবর ছিল। অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নারায়ণপুর থানার পুলিশ। শেষ কদিন ধরপাকর করে ৯০০কেজি নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ধরপাকর করে নিষিদ্ধ বাজি উদ্ধার করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি কলকাতার মেইন পুলিশ এলাকাগুলোতেও তল্লাশি চালিয়ে ৭০প্যাকেট শব্দ বাজি ও ৩০০কেজিঃনিষিদ্ধ বাজি আটক করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ওইদিন হাওড়া থেকেও বেশকিছু নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে। আশেপাশের জেলাগুলোতেও তল্লাশি জারি আছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
আবার গতকাল রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় বাজি পোড়ানোকে কেন্দ্র করে তুমুল বাদানুবাদের সৃষ্টি হয়। ঘটনায় কেউ আটক নাহলেও পুলিশি পর্যবেক্ষণ চলছে।
বাজিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ১২জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.