চুরি করা ল্যাপটপ উদ্ধার (আটক ১)

 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে চুরি করা ল্যাপটপসহ বাদশা (২৮) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় ৷

এ সময় আটককৃত বাদশার বসত ঘরে তল্লাশী চালিয়ে চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয় ৷ বাদশা ওই এলাকার মোঃ শামীমের ছেলে।

জানতে চাইলে বিটিসি নিউজকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাজ উদ্দিন জানান,  নগরীর বিনোদপুর বাজার এলাকায় অবস্থিত টিপটপ নামের একটি ছাত্রাবাসে মোঃ মজিব নামের এক (রাবি) শিক্ষর্থীর  (৭জুলাই ২০১৮) তরিখে ল্যাপটপ চুরি হয় ৷

এ ঘটনায় ওই শিক্ষাথী (৮জুলাই) মতিহার থানায় একটি সাধারন ডায়েরী করেন। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাদশা চোরকে  নগরীর মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ল্যাপটপসহ আটক করা হয়। এ বিষয়ে  মতিহার থানায় আটককৃত বাদশার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসআই তাজ উদ্দিন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.