চট্টগ্রাম ব্যুরো: ফটিকছড়ির মাইজভাণ্ডারে গতকাল ১০ মাঘ, মাইজভাণ্ডার দরবার শরীফ অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর ১১৬তম ওরশ শরীফ অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ মর্যাদায় সম্পন্ন হয়েছে।
পহেলা মাঘ থেকে পীরে তরিকত ও সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহছুফী সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (মঃ) এর আয়োজন ও ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী বিভিন্ন মানবকল্যাণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
এমন আয়োজনে চট্টগ্রাম আঞ্জুমানে মোত্তাবিয়েনে গাউছে মাইজভান্ডারী পূর্ব নাসিরাবাদ শাখা কমিটির উদ্যোগে মহিষ হাদিয়া প্রদান করেন।
উক্ত উদ্যোগের আয়োজন করেন আঞ্জুমানে মোত্তাবিয়েনে গাউছে পূর্ব নাসিরাবাদ শাখা কমিটির সভাপতি বজল সওদাগর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রনি।
গতকাল ২৩ জানুয়ারি নিজ এলাকা থেকে এক বিরাট আয়োজনের মাধ্যমে মহিষ নিয়ে মাইজভান্ডার দরবার শরীফে যাত্রা শুরু করেন কমিটির সকল সদস্যগণ।
উক্ত আনন্দ যাত্রায় আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল. সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম মানিক, আরিফুল ইসলামসহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.