আজ হয়ে গেল রাজ্য পঞ্চায়েত নির্বাচন

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ পশ্চিমবঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হল পঞ্চায়েত নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের হার ৬৬ শতাংশের আশেপাশে ছিল বলে খবর।
সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া বনগাঁ ও দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর সহ বেশ কিছু জায়গায় প্রবল উত্তেজনার খবর পাওয়া গেছে।
প্রায় আহত নিহতের সংখ্যা ১৫ বলে অসমর্থিত সূত্র মারফত জানা গেছে। যদিও সরকারি ভাবে এখনও নির্বাচন কমিশন মারফত পরিসংখ্যান পাওয়া যায় নি।
ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে পুনর্নিবাচনের দাবি উঠেছে। কমিশন সূত্রে বলা হয়েছে সব দিক বিচার বিশ্লেষণ করে পুনর্নিবাচনের আদেশ জারি করা হবে।
সরকার পক্ষ ও বিপক্ষের বেশকিছু প্রার্থীর গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। এখনও বেশকিছু নির্বাচন কেন্দ্রে ভোটারদের লাইন নজরে পড়ছে।
কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে পরিস্থিতির মোকাবিলা করছে।
নির্বাচন কমিশনার শ্রী রাজীব সিনহা আর কিছুক্ষণ বাদে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য পুলিশ প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারনে বাড়ি থেকে সমস্ত ঘটনার মনিটরিং করছেন। তিনিও সরকারিভাবে আর কিছুক্ষণ বিবৃতি দেবেন বলে জানা যাচ্ছে।
বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দিয়েছে। তাঁরা অনেকগুলি কেন্দ্রে পুনর্নিবাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন। আগামী মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষনা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.