আজ সরকারী ও বেসরকারী মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 

বিটিসি নিউজ ডেস্ক: সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক ডা. আবুল কালাম আজাদ।

১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছে ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ৮৮২ ও মেয়ে পরীক্ষার্থী ২৬ হাজার ৫৩১ জন।

জাতীয় মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ নম্বর ধারীরা সরকারী ৩৬ মেডিকেল কলেজে ও পরবর্তীতে বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন।

এ বছর ৩৬টি সরকারী মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারী মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.