আজ সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক

 

ঢাকা প্রতিনিধিআজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টসহ নানা বিষয়ে আলোচনা করতে  বৈঠকে বসবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জোট সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান আলোচনা থাকবে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়টি। এই নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে জোটের শরিকদের কাছে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।

জোটের একটি দলের চেয়ারম্যান বিটিসি নিউজ ঢাকা প্রতিনিধিকে বলেন, ‘বিএনপির সঙ্গে অন্যান্য দলের ঐক্য নিয়ে জোটের মধ্য কয়েকটা দলের কিছুটা মান-অভিমান রয়েছে। এছাড়াও আগামী নির্বাচন নিয়েও বিএনপির সঙ্গে একটা ফয়সালা করতে চায় ২০ দলীয় জোটের শরিকরা। আজকের বৈঠকে এসব বিষয়ই মূলত আলোচনার বিষয়বস্তু থাকবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.