আজ রিয়ালের মাঠে বার্সার পরীক্ষা

বিটিসি স্পোর্টস ডেস্কশিরোপাধারী বার্সেলোনা কোপা দেল রে’র ফাইনালে ওঠার ফিরতি লীগে আজ বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে লড়বে। এর আগে বার্সেলোনার মাঠে ১-১ গোলে ড্র করে আসায় উজ্জীবিত রিয়াল। দলটি ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র জানালেন লিওনেল মেসিতে ভীত নন তারা। অপরদিকে বার্সা অধিনায়ক লিওনেল মেসি জানালেন কোনো প্রতিযোগিতাকেই হালকা করে দেখছে না কাতালানরা।

রিয়াল মাদ্রিদের কাছে হেরেই ২০১৩-১৪ মৌসুমে প্রতিযোগিতাটির শিরোপা খুইয়েছিল বার্সেলোনা। তবে এরপর থেকে টানা চারবার কোপা দেল রে শিরোপা ঘরে তুলেছে দলটি। এবার তাদের লক্ষ্য সংখ্যাটিকে পাঁচে উন্নীত করার।

মেসি জানালেন কোনো শিরোপাকেই খাটো করে দেখছে না তার দল। ক্যারিয়ারের ৪০তম এল ক্লাসিকোয় নামার আগে ঘরোয়া ‘ডাবল’ এর সঙ্গে ইউরোপীয় শ্রেষ্ঠত্বেও চোখ রাখছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিযোগিতাকেই হালকা করে দেখছি না। সব শিরোপাই জয় করতে চেষ্টা করব আমরা। এবং কোপার ফাইনাল থেকে এক পা দূরে আছি ব্যাপারটাকেই প্রাধান্য দিচ্ছি আমরা।’

রিয়ালের সঙ্গে প্রথম লেগে ড্রয়ের পর থেকে মাসটা বেশ কঠিনই গেছে বার্সেলোনার। লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিক বিলবাও এবং লিওঁর মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছিল কোচ আর্নেস্তো ভালভার্দের দল। তবে শেষ ম্যাচে সেভিয়ার মাঠে মেসির হ্যাটট্রিকে ৪-২ গোলের দারুণ জয়ে বাজে সময়কে পেছনে ফেলার আভাস দিচ্ছে বার্সা।

রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ অধিনায়কের তারিফ করলেও জানালেন মেসিতে মোটেও ভীত নয় তার দল। তিনি বলেন, ‘মেসি তাদের জন্য একজন অবিশ্বাস্য খেলোয়াড় যার অনন্য কিছু করার ক্ষমতা রয়েছে। আমরা সবকিছুর জন্যেই তৈরি আছি এবং আমাদের সবাই ম্যাচটার জন্যে মুখিয়ে আছে। মেসি মহান একজন খেলোয়াড় হওয়া সত্ত্বেও আমরা মোটেও তাকে ভয় পাচ্ছি না, কারণ বিশ্বসেরা খেলোয়াড়টি আমাদের দলে আছেন।’

ক্যাম্প ন্যুর প্রথম লেগে দারুণ খেলেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রিয়ালকে। ব্রাজিলীয় ফরোয়ার্ডের বিশ্বাস নিজেদের দর্শকদের সামনে প্রথম লেগের পারফর্মেন্সের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হলে এবার ভালো কিছুই অপেক্ষা করছে ইউরোপসেরা দলটির জন্য। ভিনিসিয়াস বলেন, ‘ভক্তদের সমর্থন পাওয়াটা জরুরি কিন্তু যদি আমরা ক্যাম্প ন্যুর খেলাটির পুনরাবৃত্তি ঘটাতে পারি তবে জয় পাব বলে বিশ্বাস করি আমরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.