রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, শহীদ ও গুণীজন স্মরণে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (২৮ জুন) রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শহীদ সাংবাদিক আবু সাঈদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। দিনটিকে যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সাহেববাজার এলাকায় (প্রেসক্লাব চত্বরে) জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান, শহীদ সাংবাদিক আবু সাঈদ, রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ বীরেন্দ্রনাথ সরকারসহ রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক, প্রয়াত ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধে শহীদ ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও গুণীজন স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হবে।

স্মরণ সমাবেশে সভাপতিত্ব করবেন জননেতা মাদার বখশ্-জননেতা আতাউর রহমান-ভাষাসৈনিক মনোয়ারা রহমান পরিবারের সন্তান রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সমাবেশ পরিচালনা করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। এতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ এবং শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা অংশ নেবেন।
এছাড়া বাদ আসর সাহেববাজার বড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.