আজ মাস্টারদা সূর্য সেনের ৮৫তম প্রয়াণ দিবস

 

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধা মাস্টারদা সূর্য সেনের ৮৫তম প্রয়াণ দিবস আজ। ১৯৩৪ সালের ১২ই জানুয়ারি দেশদ্রোহিতার অভিযোগে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে হত্যার পর মরদেহ ভাসিয়ে দেয়া হয় সাগরে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরদের গৌরবগাঁথা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি সচেতন মহলের।

কথিত ছিলো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। কিন্তু অবিভক্ত ভারতে ঔপনিবেশিক শাসন থেকে চার দিনের জন্য চট্টগ্রামকে স্বাধীন রেখেছিলেন এক দল বিপ্লবী তরুণ। ১৯৩০ সালের ১৮ই এপ্রিলের সাহসী লড়াই আশার স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে।

তবে, ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদ যুদ্ধ, কালারপোল যুদ্ধ, ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ইতিহাস এখন চলে গেছে আড়ালে।

বিপ্লবীদের স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগও দায়সারা। মাস্টারদার জন্মভিটার স্মৃতিসৌধে সবশেষ রঙ লেগেছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমন ঘিরে। নগরীতে সূর্য সেনের একমাত্র স্মারক এই ভাষ্কর্যটিও পড়ে আছে নিতান্ত অবহেলায়।

তবে সম্প্রতি চট্টগ্রামের কিছু তরুণ কাজ করছেন বাঙালির এই বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

ব্রিটিশবিরোধী বিপ্লবীদের স্মরণ শুধু দিবস-কেন্দ্রিক না রেখে চেতনায় ধারণে গুরুত্ব দিচ্ছে ইতিহাসবিদেরা। #

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.