আজ বিকেলে ড. কামাল হোসেনের জরুরী সংবাদ সম্মেলন

ঢাকা প্রতিনিধি: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

বারী হামীম জানান, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রবসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও মামলা গ্রেপ্তার বন্ধ হচ্ছে না। সেই সাথে বাড়ছে হামলার ঘটনা। আর এসব বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ বিষয়গুলোই আজকের সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানা গেছে।

গণফোরাম, বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর গত এক সপ্তাহে যেসব হামলার ঘটনা ঘটেছে তারও একটি তালিকা দেয়া হবে সংবাদ সম্মেলনে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.