আজ পাহাড়ে নেতাজির জন্ম দিবস পালন করছেন মুখ্যমন্ত্রী 

কলকাতা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি চার বছর পাহাড়ে এবং এক বছর সমতলে নেতাজীর জন্মদসনটি পালন করেন ৷ সেই মত এই বছর আজ পাহাড়ে তিনি নেতাজির জন্মদিনটি পালন করছেন ৷ এই মন্ঞ্চ থেকে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন – যিনি গোটা দেশকে নেতৃত্ব দিতে পারেন এবং সব মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারেন, তিনিই আসল নেতা,  নেতাজির মত এমন নেতা,  আগে অন্য কেউ  ছিলেন কিনা, বা ভবিষ্যতে কেউ হবেন কিনা তা তাঁর জানা নেই ৷
মুখ্যমন্ত্রী বলেন নেতাজি ধর্মনিরপেক্ষতার কথা বলতেন আর বিজেপি সরকার ধর্মনিরপেক্ষদের দেশ থেকে তাড়াতে চাইছেন ৷ এর ফলে হিন্দু ধর্মের দনাম হচ্ছে সারা বিশ্বে ৷ মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘হিন্দু মহাসভার বিরোধিতা করেছিলেন নেতাজি আর এখন দেশে ধর্মের নামে বিভেদ ছড়ান হচ্ছে ৷
ক্ষমতায় আসার পরই নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল প্রকাশ্যে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ আজ সে কথা তুলে বলেন, আমাদের লজ্জা তবু আজও তাঁর অন্তর্ধান রহস্যের কিনারা হল না ৷
এর আগেও নেতাজির জন্মদিবসকে জাতীয় ছুটি ঘোষণার দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী এবং আজও সেই একই দাবি করেন ৷ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই বিষয়ে কেন্দ্রকে বহুবার বলা সত্বেও, কেন্দ্র কিন্তু কর্ণপাত করেনি ৷
গতকাল মিছিল শেষে সভা থেকে ভাষণের সময় ‘সুভাষবাদ ও গান্ধীবাদ’ দুইয়ই মেনে চলার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজও একই আহ্বান করেন তিনি। আগামীকালই কলকাতায় ফিরে যাওয়ার কথা তাঁর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.