আজ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল

ফাইল ছবি

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের উদ্দেশ্যে আজ মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টি-২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের টি-২০ ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ব্যাট-বলের লড়াই। আগামী ২৬ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ। পরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ অক্টোবর।

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (টি-২০ অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।

স্ট্যান্ড-বাই: নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আকতার, জিনাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন ও হ্যাপি ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.