আজ পবিত্র আখেরি চাহার শম্বা

 

বিটিসি নিউজ ডেস্ক:আজ পবিত্র আখেরি চাহার সোম্বা হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেআখেরি চাহার সোম্বাবলা হয়। দিনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কঠিন পীড়া থেকে সুস্থতা লাভ করেন।

আখেরি চাহার সোম্বা একটি আরবী ফার্সি শব্দযুগল। এর আরবী অংশ আখেরি, যার অর্থশেষএবং ফার্সি অংশ চাহার সোম্বা, যার অর্থচতুর্থ বুধবার এই দিন কিছুটা সুস্থতাবোধ করায় মহানবী হযরত মুহম্মদ (সা) গোসল করেন। মদিনাবাসী এই খবরে আনন্দখুশিতে আত্মহারা হয়ে যায়। তারা দলে দলে নবীকে এসে একনজর দেখে যায়। সকলে তাদের সাধ্যমতো দান সদকা করেন। শুকরিয়া নামাজ আদায় দোয়া করেন।

নবীর রোগমুক্তিতে তার অনুসারীরা এতটাই খুশি হয়েছিলেন যে তাদের কেউ দাসমুক্তি করেন, কেউবা অর্থ বা উট দান করেন। এই খবরে আবু বকর সিদ্দিক হাজার দিরহাম, উমর হাজার দিরহাম, ওসমান ১০ হাজার দিরহাম, আলী হাজার দিরহাম, আবদুর রহমান ১০০ উট, ইবনে আউফ ১০০ উট দান করেন।

বাংলাদেশে আখেরি চাহার সোম্বার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। বিভিন্ন মসজিদ মাদ্রাসা দরবার খানকায়ে ওয়াজ নসিয়ত জিকিরআজকার, মিলাদ মাহফিল দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এদিনে। সাধারণ মুসলমানরা দিনটিকে খুশির দিন হিসেবে উদযাপন করে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে মাসে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আগেই চাঁদ দেখার হিসাব অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছিল নভেম্বর (২৭ সফর) বুধবার আখেরি চাহার সোম্বা পালিত হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.