আজ পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

 

ঢাকা প্রতিনিধি: আজ রোববার  সকাল ১১টার দিকে পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন কালে রেল সংযোগসহ ৪টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত সেতুর নাম পদ্মা বহুমুখী সেতু চূড়ান্ত হওয়ায় প্রধানমন্ত্রী এ নামেই সেতুর নামফলক উদ্বোধন করবেন।

এছাড়াও ঢাকা -মাওয়া ও ভাঙ্গা এলাকায় ৬ লেনের মহাসড়কের কাজের অগ্রগতি দেখে মাওয়ার সাইড রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন তিনি। পরে মাওয়া কান্দিপাড়া এলাকায় ১৩শ মিটার স্থায়ী নদী শাসন কাজের উদ্বোধন করে শিবচরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সেখানে ইলিয়াস আহমেদ চৌধুরী কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.