আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই

ঢাকা প্রতিনিধি: আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ।  ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে বাছাইয়ের কাজ শুরু করবেন রিটার্নিং কর্মকর্তারা।

তফসিল অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঝুলিয়ে দেয়া হবে। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ চাইলে, ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর, ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.