আজ দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

কলকাতা প্রতিনিধি: আজ সোমবার (০৬ এপ্রিল) বিজিপি’র প্রতিষ্ঠা দিবসে সামনে আরও লম্বা লড়াই আর তার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে , এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
এ দিন দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীদের উদ্দেশে মোদী বলেন, ‘‘এ বছর এমন একটা সময়ে দলের প্রতিষ্ঠা দিবস পড়েছে, যখন শুধুমাত্র আমাদের দেশই নয়, গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মানবতার এই সঙ্কটের সময় একনিষ্ঠ ভাবে দেশের সেবা করে যেতে হবে।’’
আজ দেশবাসীর সহৃদয় মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রী বলেন ” গরিব মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে কি না, খেয়াল রাখতে হবে। ত্রাণ পৌঁছে দিতে যাওয়ার সময় মাস্ক পরে নেবেন। কেনা মাস্ক না থাকলে কাপড়ে মুখ ঢেকে নেবেন। ” তিনি বলেন বিজেপি কর্মীদের সামনে এখন বড় লড়াই ৷
সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ যারা জীবনের বাজী রেখে মানুষের সেবা করছেন তাঁদের  ধন্যবাদপত্র লিখে ধন্যবাদ জানানোর পরামর্শ দেন মোদী। পিএমকেয়ারস তহবিলে অনুদান বাড়াতে হবে ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীকে কেন্দ্রীয় সরকারের আরোগ্য অ্যাপ ডাউনলোড করতে বলেন ৷ সকলের সামর্থ্য অনুযায়ী দান করতে বলেন এবং আরও পাঁচ জনকে এই অ্যাপ সম্পর্কে জানাতে বলেন ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যে ভারতের লক ডাউনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সে কথা আরও একবার বলেন মোদী তার ভাষণে ৷ তিনি এও জানান, করোনা নিয়ে সার্ক এবং জি-২০-র সদস্য দেশ গুলির সঙ্গে বৈঠকে এখনও পর্যন্ত সক্রিয় ভাবে অংশ নিয়েছে ভারত।’’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.