আজ দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ তিন দিনের সফরে দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দলিয় সাংসদদের সাথে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে মিলিত হবেন।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও দিল্লিতে মিলিত হবার কথা আছে।
এছাড়াও আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও মিলিত হবার কথা আছে। পাশাপাশি রবিবারে নীতিঅয়োগের বৈঠকেও হাজির থাকবেন।
সূত্রের খবর,পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী ও আধিকারিকদের সাথে কথা বলবেন। মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হতে পারে।
তিনি সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথেও সাক্ষাত করতে পারেন। এছাড়াও বৈঠকে উপস্থিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথেও মিলিত হওয়ার কথা বলে দিল্লির সংবাদ সংস্থার মাধ্যম সূত্রে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.