আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

   

ঢাকা প্রতিনিধি:  আজ  সোমবার  থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এছাড়া দেশের বাইরের আটটি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ২৭৫ জন। এবার পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র, বাকি ৬ লাখ ৮৭ হাজার ৯ ছাত্রী।

এদিকে বিভিন্ন কারণবশত পরীক্ষার সময় ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২৫ মার্চ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.