আজ ছাড়া হতে পারে মুখ্যমন্ত্রীকে, আছে অনেক নিষেধাজ্ঞা

(আজ ছাড়া হতে পারে মুখ্যমন্ত্রীকে, আছে অনেক নিষেধাজ্ঞা–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফলে আজ শুক্রবার বিকেল পাঁচ’টার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছে তাঁর ব্যবহারের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার। সেই চেয়ারে আপাতত প্রাক্টিস করবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেল চারটের পরে ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রীকে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত  হবে।
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর শারিরীক অবস্থা স্থিতিশীল। পাশাপাশি, বাড়ি ফেরার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এ দিকে, ইতিমধ্যে SSKM হাসপাতালে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি। ফলে আজই ছাড়ার সম্ভাবনা বলা যেতে পারে।
আপাতত মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার প্রসঙ্গে বৈঠক করছে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড। হাসপাতালেরসাড়ে ১২নম্বর কেবিনের পাশেই একটি রুমে চলছে এই বৈঠক। মুখ্যমন্ত্রীর পায়ের চোট কিছুটা সারলেই তাঁকে ছুটি দেওয়া হতে পারে, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। চিকিৎসকরা জানাচ্ছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর পায়ের চোট ধীরে ধীরে সারছে। পায়ের ফোলাভাবও খানিকটা কমেছে।
SSKM সুত্রে জানা গিয়েছে, সদস্যের চিকিৎসক বোর্ডে রয়েছেন কার্ডিওলজির বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর মণ্ডল, অর্থো বিভাগীয় প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য, সার্জারি অধ্যাপক ডাঃ ডিকে সরকার, গ্যাস্ট্রোলজি বিভাগীয় প্রধান গোপালকৃষ্ণ ঢালি, নিউরো সার্জারি বিভাগীয় প্রধান শুভাশিস ঘোষ এবং অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.