আজ গাইবান্ধা-৩ আসনে নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি: আগামীকাল ২৭ জানুয়ারী স্থাগিতকৃত গাইবান্ধা-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিপি, আনসার বাহিনীর সদস্যরা নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করতে নিয়োজিত রয়েছে।

নির্বাচনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) মোজাম্মেল হক (বিপিএম-পিপিএম) বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার দুপুর ১২টায় পলাশবাড়ী সদরের স্থানীয় চৌমাথা মোড়ে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং কালে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) মোজাম্মেল হক উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন নির্বাচন পরবর্তী সংহিসতা এড়াতে প্রস্তুত থাকবে র‌্যাব। এছাড়াও মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এসময় র‌্যাব-১৩ গাইবান্ধা ইউনিটের এএসপি হাবিবুর রহমানসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, ডাঃ ইউনুস আলী সরকার (নৌকা), দিলারা খন্দকার শিল্পী (লাঙ্গল), খাদেমুল ইসলাম খুদি (মশাল), জাহিদ হাসান নিউ (সিংহ)মিজানুর রহমান তিতু (আম)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯শ ৪১ জন। উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী ড.টিআইএম ফজলে রাব্বীর মৃত্যুর কারণে ৩০ ডিসেম্বর এ আসনে নির্বাচন স্থগিত করে ইসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.