আজ আসছেন বান কি মুন

ঢাকা প্রতিনিধি:  জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) সভাপতি বান কি মুন তিন দিনের সফরে ঢাকায় আসছেন।

আজ মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ সফরে বান কি মুনের সঙ্গে তার স্ত্রী উ সুন তায়েকও থাকবেন।

ঢাকায় শুরু হওয়া দুদিনব্যাপী জিসিএ ঢাকা বৈঠকে যোগ দেবেন তারা।

আগামীকাল বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা বৈঠক করবেন বান কি মুন।

এ অনুষ্ঠান উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ আরও অনেক বিদেশি প্রতিনিধিও ঢাকায় আসছেন। জিসিএ ঢাকা বৈঠকে যোগ দিতে আজ আরও আসছেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনেরাবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইন।

এদিকে আগামীকাল বুধবার বিকালে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির ঢাকায় আসার কথা রয়েছে।

তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতারেসের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.