আজ আত্মসমর্পন করতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শেষ হলো ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আজ রবিবার (২ জুন) তিহার জেলে আত্মসমর্পণ করতে যাবেন তিনি।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। শেষ ধাপের ভোটের পরদিনই তাকে আত্মসমর্পণ করতে বলেছিল আদালত।
কেজরিওয়াল নিজেই জানিয়েছেন, ভোট শেষে রবিবার বিকাল ৩ টার দিকে বাড়ি ছেড়ে জেলের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
অবশ্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু শনিবার দীর্ঘ শুনানির পর তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিচারক কাবেরী বায়েজা।
জানা গেছে, কেজরিওয়ালের তরফ থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.