আজ অনাস্থা ভোটের মুখোমুখি বরিস জনসন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন দলের নেতৃত্বে থাকতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কনজারভেটিভ দলের এমপিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বরিস জনসনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত ভোট হতে যাচ্ছে।
নিয়ম অনুযায়ী, দলের ন্যূনতম ১৫ শতাংশ পার্লামেন্ট সদস্য আস্থা ভোট চেয়ে কনজারভেটিভ পার্লামেন্টারি গ্রুপ ১৯২২ কমিটির চেয়ারম্যানের কাছে আবেদন জানালে চেয়ারম্যান সে ভোট ডাকেন। ১৯২২ কমিটির এখনকার চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি।
সোমবার গ্রাহাম ব্রাডি জানান, আস্থা ভোট চেয়ে আবেদনকারী দলীয় এমপির সংখ্যা ১৫ শতাংশ (এখনকার হিসাবে ৫৪ জন) পেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি রোববারই প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। যত দ্রুত সম্ভব বিষয়টির ফয়সালা করতে সোমবারই ভোট নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জনসন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে বিবৃতিতে বলেছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
গোপন ব্যালটে হতে যাওয়া এ ভোটে দলীয় এমপিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলেই এ যাত্রায় টিকে যাবেন জনসন; সে ক্ষেত্রে আগামী এক বছর তাঁর বিরুদ্ধে দলের এমপিরা আর নতুন কোনো অনাস্থা প্রস্তাব আনতে পারবে না।
আর হেরে গেলে, দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রিত্বও ছাড়তে হবে তাঁকে। এমনকি কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের লড়াইয়েও তিনি দাঁড়াতে পারবেন না।
কোভিড মহামারিতে জারি থাকা লকডাউনের বিধি ভঙ্গ করে মদের পার্টি আয়োজনের কেলেঙ্কারির জেরেই দলের ভেতর নেতৃত্ব নিয়ে এ চ্যালেঞ্জের ‍মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.