আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

বিটিসি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আজারবাইজানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বিকেলে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনের সাধারণ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে অধিবেশনটি শুরু হয়। শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ বিকেলে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেন।

এদিকে প্রধানমন্ত্রী সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলীর সঙ্গেও বৈঠকে মিলিত হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.