আজভস্টালের সেনাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মারিউপোলের মেয়র ভাদইয়াম বোইচেনকো বুধবার জানিয়েছেন, আজভস্টালের ভেতর অবরুদ্ধ থাকা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন তারা।
গতকাল মঙ্গলবার (০৩ মে) মারিউপোলের আজভস্টালের ভেতর সর্বশক্তি নিয়ে হামলা শুরু করে রাশিয়া। এর একদিন পরই আজভস্টালের সেনাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার কথা জানালেন সেখানকার মেয়র৷ 
এ ব্যাপারে মেয়র ভাদইয়াম বোইচেনকো বলেন, আমাদের দুর্গে আমাদের অঞ্চলে আজ শক্তিশালী আক্রমণ চলছে৷ আমাদের সাহসী সেনারা এ দুর্গ রক্ষায় লড়াই করছে৷ কিন্তু এটি অনেক কঠিন। কারণ ভারী কামান ও ট্যাংক আমাদের দুর্গের ওপর হামলা করছে৷ বিমান আসছে৷ যুদ্ধ জাহাজ এসেছে এবং জাহাজ থেকেও হামলা করা হচ্ছে৷
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে মেয়র আরও বলেছেন, আজভস্টালে ৩০ জন শিশু আটকে আছে। তাদের উদ্ধার করার চেস্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেনাদের সঙ্গে আজ কোনো যোগাযোগ নেই। ভেতরে কি হচ্ছে জানার কোনো উপায় নেই, তারা রক্ষিত আছে নাকি নেই। গতকাল তাদের সঙ্গে যোগাযোগ ছিল৷ আজ আর নাই। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.