আজকের মধ্যে বেলারুশ প্রেসিডেন্টকে পদত্যাগের আলটিমেটাম

(আজকের মধ্যে বেলারুশ প্রেসিডেন্টকে পদত্যাগের আলটিমেটাম–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আজ সোমবার (২৬ অক্টোবর) এর  মধ্যে প্রেসিডেন্ট পদত্যাগ না করলে জাতীয় ধর্মঘট দেখবে বেলারুশ। গতকাল রবিবার (২৫ অক্টোবর) এই আল্টিমেটাম দিলেন দেশটির লাখো মানুষ।

আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে ক্ষমতা থেকে হঠাতে গতকাল রবিবার (২৫ অক্টোবর) ও রাজধানী মিনস্কে সমাবেশ করেন লাখের ওপর মানুষ। দখলে নেয় ১২টির মতো মেট্রো স্টেশন; স্থগিত রাখা হয় চলাচল।

এছাড়া, প্রেসিডেন্সিয়াল ভবন-কার্যালয় এবং প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর আগেই মোবাইল ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে সরকার। সাংবাদিকসহ গ্রেফতার করা হয় কমপক্ষে ৬০ জনকে।

আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনী স্ট্যান গ্রেনেড ছুঁড়ে এবং লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে আন্দোলনকারীদের। আগস্টের নির্বাচনে একচেটিয়া জয়ের দাবি করেন, লুকাশেঙ্কো। ষষ্ঠবারের মতো গ্রহণ করেন দেশের ক্ষমতা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.