আজও মিরপুরের রাস্তায় শ্রমিক ও পুলিশের সংঘর্ষ

ঢাকা প্রতিনিধি: বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (০৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, ১১ ও পল্লবী এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।
বিক্ষোভকারীদের দাবি- তেল, গ্যাস, চাল-ডালসহ সবকিছুর দাম বেড়েছে। কিন্তু সরকার আমাদের বেতনটা বাড়াতে ভুলে গেছে। তাই আমাদের দাবি বেতন বৃদ্ধি করা হোক, না হলে নিত্যপণ্যের মূল্য কমাতে হবে।
কাফরুল থানার ইনসপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.