আচার্য্য শৈলজারঞ্জন মজুমদারের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যালেখ্য বর্ষামঙ্গল অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: সঙ্গীত গুরু আচার্য্য শৈলজারঞ্জন মজুমদারের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের
নৃত্যালেখ্য বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে বিশ্বভারতী, শান্তি নিকেতন এর শিল্প ও কলাকুশলীর পরিবেশনায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অডিটোরিয়াম নৃত্যালেখ বর্ষমঙ্গল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান।

সঙ্গীত গুরু আচার্য্য শৈলজারঞ্জন মজুমদারের ১১৯তম বার্ষিকী অনুষ্ঠানে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, এনএস সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুজ্জামান, সাংস্কৃতিক সৌহার্দ্য প্রাক্তন উপাচার্য্য বিশ্বভারতী শান্তিনিকেতন ড. সুজিত কুমার দত্ত, সাংস্কৃতিক সৌহার্দ্য প্রাক্তন উপাচার্য্য বিশ্বভারতী শান্তিনিকেতন ড. স্বপন কুমার দত্ত, প্রসঙ্গ উপস্থাপনে এস.বি বিপ্লব কর্ণধার চয়নিকা, ড. সুমিত বসু, শ্রীমতি মিনাকি বসু সহ ভারতীয় গুনী শিল্প উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.