আগৈলঝাড়ায় দেশী-বিদেশী মদসহ নারী বিক্রেতা আটক

বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়ায় ৮০ বোতল বিদেশী মদ ও ২০ লিটার চোলাই মদসহ মালা মালাকার নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে আটক করে।
মালা মালাকার উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের শৈলেন মালাকারের স্ত্রী। এর আগে দেশী-বিদেশী মদসহ শৈলেন মালাকারকে গ্রেফতার করেছিল বরিশাল র‌্যাব-৮।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মো. এনায়েত হোসেন বিটিসি নিউজকে জানান, মাদক কেনাবেচার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় অধিদফতরের গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় ৮০ বোতল বিদেশী মদ, ২০ লিটার চোলাই মদ ও ৪০০ গ্রাম অন্যান্য মাদক জব্দ করা হয়।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম ছরোয়ার বিটিসি নিউজকে জানান, আটক মালাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মো. ইসতিয়াক হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.