BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজ নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করার কারণে ব্রিজটি জনগণের কাজে আসছে না।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, ব্রিজের গোড়ায় মাটি না থাকায় ওই ব্রিজ দিয়ে কোনো লোকজন চলাচল করতে পারছে না। ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার পর যথাসময়ে সংযোগ সড়ক নির্মাণ করা যেত, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান গাফিলতির কারণে গোড়ায় মাটি ভরাট করা হয়নি।

জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয়া খালের উপর ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠান ২০২৩ সালের ৬ আগস্ট ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। ঢালাইয়ের কাজ শেষ করলেও দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজটি কোনো কাজে আসছে না।

ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বিটিসি নিউজকে বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি নিজে কাজ করতে পারিনি। স্থানীয় আওয়ামী লীগের কিছু লোক জোরপূর্বক কাজ নিয়েছিল। তারা ব্রিজের কাজ করলেও গোড়ায় মাটি ভরাট না করার কারণ পিআইউও অফিস বলতে পারবে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহা বিটিসি নিউজকে বলেন, টেন্ডারটি ২০২৩ সালে হলেও আমি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে যোগদান করেছি।

সরেজমিনে গিয়ে দেখেছি, ব্রিজের গোড়ায় মাটি ভরাটের কাজ দ্রুতই সম্পন্ন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ