BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজ নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করার কারণে ব্রিজটি জনগণের কাজে আসছে না।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, ব্রিজের গোড়ায় মাটি না থাকায় ওই ব্রিজ দিয়ে কোনো লোকজন চলাচল করতে পারছে না। ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার পর যথাসময়ে সংযোগ সড়ক নির্মাণ করা যেত, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান গাফিলতির কারণে গোড়ায় মাটি ভরাট করা হয়নি।

জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয়া খালের উপর ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠান ২০২৩ সালের ৬ আগস্ট ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। ঢালাইয়ের কাজ শেষ করলেও দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজটি কোনো কাজে আসছে না।

ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বিটিসি নিউজকে বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি নিজে কাজ করতে পারিনি। স্থানীয় আওয়ামী লীগের কিছু লোক জোরপূর্বক কাজ নিয়েছিল। তারা ব্রিজের কাজ করলেও গোড়ায় মাটি ভরাট না করার কারণ পিআইউও অফিস বলতে পারবে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহা বিটিসি নিউজকে বলেন, টেন্ডারটি ২০২৩ সালে হলেও আমি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে যোগদান করেছি।

সরেজমিনে গিয়ে দেখেছি, ব্রিজের গোড়ায় মাটি ভরাটের কাজ দ্রুতই সম্পন্ন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু